আল্লাহ ঈশ্বর ভগবান যাই বলনা কেন
মানুষ সর্বদা স্রোষ্টারই আরাধনা করছে
সালাত সাওম হজ্ব কিংবা মূর্তিপূজা
স্রোষ্টাকে তুষ্ট করতেই যুগ যুগ ধরে।


আরাধনার দ্বারা স্রোষ্টার সন্তুষ্টি নয়
কেবলই লোকাচার, বিশ্বাসের ব্যাপার
ইবাদত পূজা অর্চনায় আত্মার তুষ্টি
স্রোষ্টার সান্নিধ্য লাভেই প্রকৃত আরাধনা।


মানুষের আত্মা মহান আত্মার প্রতিরূপ
অণু কিংবা পরমাণু সদা অতৃপ্ত তাই
আরাধনায় একাকার হয়ে মিশতে চায়
সর্বদাই মহান আত্মার সান্নিধ্য লাভে।


আরাধনায় আত্মার তুষ্টি আলোর বিচ্ছুরণ
ইলেকট্রন নিউট্রন আলফা কিংবা গামা
একাকার হয়ে খুঁজে ফেরে মহান আত্মাকে
সফলকাম যারা তারাইতো মহান ধরাধামে।
               --- ----
রচনাকালঃ ১৫/০২/২০১৯ ইং।